প্রযুক্তির কল্যাণে বিশ্ব যেন এখন হাতের মুঠোয়। বর্তমান সময়ে স্মার্ট ফোন, কম্পিউটার, ল্যাপটপ ছাড়া আমাদের জীবন চলে না। এসব স্মার্ট প্রযুক্তির কল্যাণে ঘরে বসে টাকা ইনকাম করার এক অন্যতম মাধ্যম হলো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। বর্তমানে বাংলাদেশের ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর প্লাটফর্মের অন্যতম সফল নাম হলো মিনহাজুল আসিফ। তিনি কোডম্যানবিডি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।
আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সাইয়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে গ্রাজুয়েশন শেষ করা এক তরুণ। স্বপ্ন দেখেছিলেন, একজন উদ্যোক্তা হবার, দেশ ও মানুষের জন্য কিছু করার। গ্রাজুয়েশন শেষ করে দীর্ঘ ৯ বছর চাকরী করেন বিভিন্ন স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে। চাকরীর পাশাপাশি ২০১২ সাল থেকে তিনি ওয়েব ডেভেলপমেন্ট, লিড জেনারেশন, ইথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটি নিয়ে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এ কাজ শুরু করেন।
বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে ই-লার্নিং সেক্টর এ কাজ করছেন এবং দেশের মাটিতে সুনাম অর্জন করে চলেছেন। দেশের তরুণ সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির স্বপ্ন দেখেছিলেন এই উদ্যোক্তা। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে এবং ফ্রিল্যান্সিংয়ের আলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন “কোডম্যানবিডি”।
তার এই প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর কাজ। বর্তমানে প্রায় ২০০ এর অধিক ব্যাচ চলমান, প্রায় ১০,০০০ ও বেশি শিক্ষার্থী দক্ষতা অর্জন করে চলছে এই প্রতিষ্ঠানে। কোডম্যানবিডি তে মিনহাজুল আসিফ এর অধীনে ২৫+ তরুণ কাজ করছেন, যারা অসংখ্য শিক্ষার্থীর দারিদ্র দূরীকরণ এ ভূমিকা রাখছে এবং তৈরি করেছে ১০০০+ ফ্রিল্যান্স উদ্যোক্তা।
“কোডম্যানবিডি” ইউটিউব চ্যানেল থেকে ফ্রি তে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং সম্পর্তিক স্কিল ডেভেলপমেন্ট করছেন প্রতিদিন হাজারো শিক্ষার্থী। এছাড়াও বহুজাতিক ই-লার্নিং প্লাটফর্ম ইউডেমিতে তার রয়েছে ইথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটি এর উপর ইংরেজি কোর্স যেখানে প্রায় ৫৭ টি দেশের শিক্ষার্থী প্রতিনিয়ত শিখছেন তার কাছ থেকে। যার মাধ্যমে বিদেশের অর্থ দেশে এনে নিজে লাভবান হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতির সমৃদ্ধিতে অবদান রাখছেন।
সম্প্রতি রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২২ এর এক্সিলেন্স ইন ই-লার্নিং ক্যাটাগরি তে অ্যাওয়ার্ড পেয়েছে মিনহাজুল আসিফের “কোডম্যান বিডি”। মিনহাজুল আসিফ জানেন না গন্তব্য কতদূর, শুধু জানেন তাকে যেতে হবে বহুদূর। বর্তমান সময়ে তিনি তরুণদের জন্য এক অনুপ্রেরণা।