অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ এর মেম্বারশিপ কার্ড প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন
অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে ২৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ঢাকায় উদ্যোক্তাদের এক মিলন মেলা অনুষ্ঠানে “অন্ট্রাপ্রেনিওরস ক্লাব মেম্বারশিপ কার্ড প্রদান” কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, এই কার্ড শুধুমাত্র একটি মেম্বারশিপ কার্ডই নয়, এই কার্ডের মাধ্যমে যেন আমাদের উদ্যোক্তারা বিভিন্ন সার্ভিস ও সুফল পেতে পারে সেই ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে সাধারণ মেম্বারদের মধ্যে থেকে আবরার লিগাল সার্ভিস এর সিইও জনাব আবরার শাকিল চৌধুরীকে মেম্বারশিপ কার্ড প্রদানের মাধ্যমে মেম্বারশিপ কার্ড প্রদানের কার্যক্রম এর শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের ইসি সভাপতি ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন, “ক্লাবের সদস্যদের জন্য মেম্বারশিপ কার্ড একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই কার্ড তাদেরকে ক্লাবের সদস্য হিসেবে পরিচয় দিবে এবং ক্লাবের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের অধিকার প্রদান করবে। অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ রাহুল বলেন, “নতুন সদস্যদের জন্য মেম্বারশিপ কার্ড প্রদান একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা ক্লাবের সদস্য হিসেবে যোগদান করার আনন্দ উপভোগ করবে। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও জনপ্রিয় মডেল ও ব্যবসায়ী অন্ত করিম বলেন “আগামী ৯০ দিনের মধ্যে আমরা প্রতিটি মেম্বারকেই এই কার্ড এবং সার্টিফিকেট প্রদান সম্পন্ন করব বলে আশাবাদ করছি “দপ্তর সম্পাদক মোহাম্মদ সুলাইমান হোসেন জিসান বলেন “আগামী পহেলা অক্টোবর থেকে আমাদের নিবন্ধিত উদ্যোক্তারা আমাদের অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের যেকোনো লিয়াজো অফিসের একটি অফিস থেকে অথবা কুরিয়ার এর মাধ্যমে কার্ড সংগ্রহ করতে পারবেন তবে নির্ধারিত ফরম ফিলাপের মাধ্যমে তাকে আগেই অবশ্যই তাকে কনফার্ম করতে হবে। আবেদন ফর্মের লিংক সকল মেম্বার্সদের ইমেইল এ দিয়ে দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ জন সাধারণ মেম্বার ও উদ্যোক্তার মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আরেফিন দিপু, জনসংযোগ সম্পাদক লাকি আনাম, ওমেন্স এমপ্লয়মেন্ট সম্পাদক লাবনী আহমেদ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পাদক আরুপা দত্ত, পরিচালক খাইরুল আলম লিমন সহ ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ ২০১৭ সাল থেকেই বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং, ট্রেনিং, মিটআপ, মেলা এবং নিজস্ব বাজার তৈরির মাধ্যমে উদ্যোক্তাদের সাহায্য করে আসছে। নিবন্ধিত উদ্যোক্তা সদস্যদের মেম্বারশিপ কার্ডের প্রদানের মাধ্যমে এই অগ্রযাত্রা সামনে আরো ভালোভাবে প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত উদ্যোক্তারা।