রোববার (১৭ সেপ্টেম্বর), ঢাকা শিল্পকলা একাডেমিতে ‘ইউরোপিয়ান ফিল্ম ভেস্টিভ্যাল ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। এ ফেস্টিভ্যালে সেরা গল্পের পুরস্কার জিতেছে অন্তু করিম প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘প্যাসেঞ্জার’।
ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি এ পুরস্কার হস্তান্তর করেন। অন্তু করিমের হয়ে পুরস্কার গ্রহণ করেছেন ছবিটির পরিচালক ইভান মনোয়ার। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও রেদওয়ান রনি।
ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন নিবেদিত ‘প্যাসেঞ্জার’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহি, মীর রাব্বি ও আনোয়ার।
প্রযোজক অন্তু করিম এক দশক ধরে বিভিন্ন ভিজ্যুয়াল নির্মাণ করছেন তিনি। তার নির্মিত সিনেমা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টগুলোয় প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। পুরস্কার প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, ‘প্যাসেঞ্জার’-এর গল্প যখন শুনি তখনই ভেবেছিলাম এ ছবিটি প্রডিউস করব। প্যাসেঞ্জার দেশ-বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালগুলো দাঁপিয়ে বেড়াচ্ছে। একজন প্রযোজক হিসেবে এতে খুব গর্ব বোধ করছি।
পুরস্কার গ্রহণকালে ইভান মনোয়ার বলেন, প্যাসেঞ্জার ছবিটা বানাতে গিয়ে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে ফিল্মমেকার হিসেবে পুরোটাই আমার, আর যা প্রাপ্তি সব প্যাসেঞ্জার টিমের। এই পুরস্কার দুনিয়ার সকল ইন্ডি ফিল্মমেকারদের উৎসর্গ করলাম।