১১ জানুয়ারী রোজ বৃহস্পতিবার রাজধানীতে আমলকি হারবাল কোম্পানির যুগান্তকারী পণ্য “আমলকি হালাল বিউটি কোলাজেন ড্রিংক” এর মোড়ক উন্মোচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, পণ্যটি প্রস্তুতকারক থাইল্যান্ডের ভেগা থাই কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিস কে. ক্বন, পন্যটির আমদানিকারক মডেল ও অভিনেতা অন্তু করিম এবং পণ্যটির সত্বাধিকারী ও বাজারজাতকারী আমলকি হারবাল এর ব্যবস্থাপনা পরিচালক হারবালিস্ট নন্দিতা শারমিন।
বৃটিশ – বাংলাদেশী হারবালিস্ট নন্দিতা বলেন, চুল, নখ সঠিক বৃদ্ধি ও স্কিনের উজ্জ্বলতার জন্য কোলাজেন সারা বিশ্বে সমাদৃত। নিজস্ব ব্র্যান্ড আমলকির ব্যানারে বাংলাদেশের ভোক্তাদের এই পণ্য সারা ফেলবে বলে তিনি আশা করেন।
চিত্রনায়ক বাপ্পি চৌধুরী জানান তিনি আগে থেকেই কোলাজেন ড্রিংক ব্যবহার করতেন তবে বিদেশ থেকে এনে। আমলকির পণ্যটি বাংলাদেশে তার হাত দিয়ে উদ্ভোধন হওয়ার তিনি বেশ উচ্ছ্বসিত। এখন থেকে অন্তত বিদেশ থেকে নিয়ে আসতে হবেনা।
বিশ্বমানের এই পণ্যটি জানুয়ারি মাসের শেষ সপ্তাহ হতে সারা বাংলাদেশের সর্বত্র পাওয়া যাবে বলে আমদানিরকারক অন্তু করিম জানান।