পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই পিএসজি ছাড়বেন এমবাপ্পে। এদিকে ক্লাব কর্তৃপক্ষ তাকে গ্রীষ্মকালীন দলবদলেই বিক্রি করে দিতে চায়। এমন সংবাদ শোনার পরই এবার আবারও এমবাপ্পেকে প্যারিসে ধরে রাখার জন্য অনুরোধ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
এমবাপ্পে পিএসজি কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠান, সেখানে তিনি লেখেন পিএসজির সঙ্গে আর এক বছরের চুক্তির মেয়াদ বাড়াবেন না তিনি। ২০২৪ মৌসুমে পিএসজির সঙ্গে মেয়াদ শেষ হলেই ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়বেন তিনি। এমন খবর পেয়ে নড়েচড়ে বসে পিএসজি।
এমবাপ্পেকে ফ্রি এজেন্ট না করে, গ্রীষ্মকালীন দলবদলেই বিক্রির প্রস্তুতি নেয়া শুরু করে পিএসজি। তবে এরই মধ্যে পিএসজির সমর্থকদের আশার বাণী শোনালেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
এএফপির খবরে বলা হয়, বুধবার (১৪ জুন) প্যারিসে ভাইভাটেক শোর সাইডলাইনে এমবাপ্পেকে নিয়ে ম্যাক্রোঁকে প্রশ্ন করেন এক সমর্থক। ফ্রান্সের প্রেসিডেন্ট তখন মন্তব্য করেন, ‘আমি (ধরে রাখার বিষয়ে) চেষ্টা করব।’