বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২ টা নাগাদ নিজের ফেসবুক পেজে নিজের জন্মদিনের ৬ টি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিশা। আর তারপরই নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হন তিনি।
অনেকেই শরীফুল রাজকে নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ এই অভিনেত্রীকে মাতাল বলে কটাক্ষ করেছেন। তবে তিশার ভক্তদেরও সেসব ইস্যুতে পাল্টা জবাব দিতে দেখা গেছে।
ভাইরাল ভিডিওতে শুধু তিশাই রয়েছেন, সেখানে শরীফুল রাজ নেই। তাছাড়া ওই ভিডিও অভিনেত্রীর একান্ত ব্যক্তিগত সে কারণে অভিনেত্রীর পাশে ছিলেন অনেকেই।
তবে কমেন্টস পড়ে বেশ ভালোই বোঝা যাচ্ছে, তিশার ২৯ মে ভাইরাল হওয়া মদ্যপ অবস্থায় কথা বলার দৃশ্য এখনও সহজভাবে মেনে নিতে পারেননি অনেকেই। যে কারণে অভিনেত্রীর জন্মদিনের মুহূর্ত নিয়ে কথা না বলে সবাই সেই ভাইরাল ভিডিওর রেশ ধরেই কমেন্টস করছেন।
নেটিজেনদের আরেক অংশ আর তিশাভক্তরা অবশ্য পোস্ট করা জন্মদিনের সেই ছবির বেশ প্রশংসাও করেছেন। সাদা শাড়ি ও হালকা সবুজ ব্লাউজের সঙ্গে গহনায় সিম্পলি সাজে তানজিন তিশাকে যে মোহনীয় লাগছিল সে কথা বলতে ভোলেননি তারা।
তবে ভালো আর খারাপ মন্তব্যের কারণে অভিনেত্রী কমেন্টস সেকশন লিমিটেড করে দিয়েছেন। এখন চাইলেই আর কোনো নেটিজেন মন্তব্য করতে পারবেন না জনপ্রিয় এ অভিনেত্রীর পোস্ট করা ছবিতে।