এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের ৪০০ মিটার স্প্রিন্টারে রুপা জিতেছেন বাংলাদেশের জহির রায়হান। প্রতিযোগিতায় প্রথমবার ফাইনালে উঠেই পদক জয়ের কৃতিত্ব গড়েন এই অ্যাথলেট।
রোববার (১৮ ফেব্রুয়ারি) ইরানের তেহরানে ৪০০ মিটার ফাইনালে ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইনে পৌঁছান জহির রায়হান।
সন্ধ্যায় তেহরানের ৪০০ মিটার ফাইনালে ছয় নম্বর লেনে দৌড়ান জহির। ৪৮ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। প্রথম দিকে এগিয়ে থাকলেও শেষে পিছিয়ে পড়েন জহির। অবশ্য এই ইভেন্টের হিটে ৪৮ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছিলেন এই বাংলাদেশি অ্যাথলেট।
৪০০ মিটার ইভেন্টে সোনা জিতেছেন ইরানের সাজাদ আঘাই। ৪৭ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হওয়ার কৃতিত্ব দেখান স্বাগতিক দেশের অ্যাথলেট। এই দৌড়বিদের চেয়ে দশমিক ১৫ সেকেন্ড বেশি সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন বাংলাদেশের জহির।
সম্প্রতি শেষ হওয়া জাতীয় অ্যাথলেটিক্স ট্রাকে ৪০০ মিটারে স্বর্ণপদক জিতেছিলেন জহির রায়হান। ৪৭ দশমিক ৭৬ সেকেন্ড প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।