বুধবার (১৪ জুন) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে তিনি এ কথা জানান।
খন্দকার মঈন বলেন, জাল টাকার কারবারিদের ধরতে আমাদের গোয়েন্দারা কাজ করছে। পূর্ববর্তী তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা যাচাই করছি। যারা জাল টাকা তৈরি করতো ও বানাতো তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে আমরা কাজ করছি।
তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে নগদ লেনদেন বেশি হয়ে থাকে, যা আবার বড় অঙ্কের। আর এই সুযোগটি নিতেই জাল নোটের কারবারিরা এ সময়ে সক্রিয় হয়ে ওঠে।
মঈন বলেন, ঈদের হাট বসার আগেই এসব অসাধু কারবারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম বেড়েছে। আমরা এ লক্ষ্যে কাজ করছি।