রোহানাত দোলা বর্ষণের বোলিং তাণ্ডবে ১৬৯ রানে গুটিয়ে যায় নেপাল অনূর্ধ্ব-১৯ দল। রান তাড়া করতে নেমে জিসান আলম ও আরিফুলের ইসলামের অপরাজিত ৫৯ রানের ইনিংসে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। দাপুটে এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের আশা টিকে রইল।
বুধবার (৩১ জানুয়ারি) ব্লুমফন্টেইনের মাংগুয়াং ওভালে ৪৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয় নেপাল অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ২৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে বাংলাদেশ।
এর আগে টস হেরে বোলিং করতে নামে বাংলাদেশের যুবারা। প্রথম পাওয়ার প্লেতে ২৯ রানে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের ৩ উইকেট তুলে নেয় জুনিয়র টাইগাররা। চতুর্থ উইকেটে ৬২ রানের জুটিতে নেপালকে ম্যাচে ফেরান অধিনায়ক দেব খানাল ও বিশাল বিক্রম কেসি। দলীয় ৯১ রানের মাথায় ব্যাক্তিগত ৩৫ রানে আউট হন নেপাল অধিনায়ক। ১২১ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় নেপাল।
বিশাল বিক্রম ও সুবাশ বান্দারি ছাড়া বাকি সবাই ব্যর্থ হন। বর্ষন ও শেখ জীবনের বোলিং তোপে ১৪২ রানে নবম উইকেট হারিয়ে ১৫০ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার সমুক্ষীণ হয়ে নেপাল। কিন্তু শেষ জুটিতে মূল্যবান ২৭ রান যোগ করেন সুবাশ বান্দারি ও দূর্গেশ গুপ্ত। বান্দারির ব্যাট থেকে আসে অপরাজিত ১৮ রান এবং গুপ্ত ৯ রান করেন।