সাফার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি প্রতিবেদনকে কেন্দ্র করে। ওই প্রতিবেদনে তথ্য ছিল, ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তারকার সঙ্গে নাম মিল থাকায় মুহূর্তেই এই খবর ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে এ প্রতিবেদনটি কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তারকা সাফা কবিরের মৃত্যুর গুঞ্জন।
নেটদুনিয়ায় এই গুঞ্জন এতটাই ভাইরাল হয়ে পড়ে যে একপর্যায়ে বাধ্য হয়ে অভিনেত্রী নিজের ফেসবুকে এই বিষয়ে শুক্রবার (৯ জুন) একটি পোস্ট ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
বেলা ৩টা ১৯ মিনিটে পোস্ট করা সেই স্ট্যাটাসে সাফা জানান, অভিনেত্রী মারা যাননি বরং অক্ষত ও ভালো রয়েছেন। সময় পাঠকের জন্য সাফা কবিরের সে পোস্ট তুলে ধরা হলো-
হ্যালো এভরিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।
আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।