মঙ্গলবার (১৩ জুন) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইর বাজার বিশ্লেষণ দেখা যায়, ডিএসইতে মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৮১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩১২ কোটি ৩০ লাখ টাকা।
ডিএসইতে এদিন একটি বাদে কমেছে সবগুলো সূচকের মান। এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৮ দশমিক ৯১ পয়েন্টে।
এছাড়া ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৮৬ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩৬৯ দশমিক ২০ পয়েন্টে। তবে বেড়েছে ডিএস৩০ সূচকের মান। সূচকটি শূন্য দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৫ দশমিক ৫০ পয়েন্টে।
ডিএসইতে মঙ্গলবার ৩৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টি কোম্পানির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল নাভানা ফার্মা। এছাড়া সি পার্ল, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
অন্যদিকে সিএসইতে মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৯ কোটি ৬৯ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩০ কোটি ২৫ লাখ টাকা।
সিএসইতে এদিন কমেছে সবগুলো সূচকের মানও। সিএএসপিআই সূচক ২৯ দশমিক ৬৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৭ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২০ দশমিক ৬৫ পয়েন্টে ও ১১ হাজার ১৩৮ দশমিক ৬৪ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৩৮ পয়েন্ট ও সিএসআই সূচক শূন্য দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১০ দশমিক ৬০ পয়েন্টে ও ১ হাজার ১৬৮ দশমিক ৭০ পয়েন্ট। আর সিএসই-৩০ সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ৩৫২ দশমিক ৪৮ পয়েন্টে। সূচকের মান কমেছে ১৪ দশমিক ০৩ পয়েন্ট।
সিএসইতে ১৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৮০টি ও অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার দর।