বাবার লাশের পাশে শিশু আবু সায়েমের আহাজারি। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কেছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সংযোগ সড়কে ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে টানেল সংযোগ সড়কের আনোয়ারা প্রান্তে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার পারভেজ (৪৫) কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) কর্ণফুলী শুজ ইন্ডাস্ট্রি (কেএসআই) নামে একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহমেদের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আরেক নিরাপত্তাকর্মী নাজিম উদ্দীন বলেন, তাঁরা তিনজন তিনটি সাইকেল নিয়ে চাতরি চৌমুহনী থেকে কেইপিজেডের দিকে যাচ্ছিলেন। টানেলের সংযোগ সড়কের এক কিলোমিটার পথ অতিক্রম করার পর পেছন থেকে একটি ট্রাক আনোয়ার পারভেজকে চাপা দিয়ে চলে যায়। নাজিম উদ্দীন বলেন, ‘ঘটনার সময় আমি সামনে ছিলাম। পেছনে আওয়াজ শুনে দেখি সাইকেলসহ আনোয়ার পড়ে আছে। মুহূর্তে একজন মানুষ নাই হয়ে গেল।’
দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের ভিড়। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কেছবি: প্রথম আলো
দুর্ঘটনার পর সরেজমিন দেখা যায়, আনোয়ার পারভেজের লাশ সড়কে পড়ে আছে। সাইকেলটি পড়ে আছে লাশের ওপর। সামান্য দূরে পড়ে আছে জুতা জোড়া। টিফিন বাক্স ছড়িয়ে–ছিটিয়ে আছে সড়কে।
নিহত আনোয়ার পারভেজের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সবার বড় ১০ বছর বয়সী আবু সায়েম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। বাবার মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসা থেকে তাকে ঘটনাস্থলে নিয়ে আসেন চাচারা। সেখানে এসে আহাজারি করতে করতে আবু সায়েম বলছিল, ‘আমার আব্বু মরেনি। আমার আব্বুর কিচ্ছু হয়নি। তোমরা আমার আব্বুকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে চল। আমার আব্বুর টিফিন বাক্স (রাস্তা থেকে) তুলে দাও। আমি আব্বুকে ছাড়া যাব না।’
নিহত ব্যক্তির ছোট ভাই আনোয়ার সাদেক বলেন, ‘আমার ভাইয়ের তিনটি ছোট ছোট সন্তানদের কী সান্ত্বনা দিব আমরা। আমাদের তো সব শেষ হয়ে গেল।’