সোমবার (১২ জুন) ভারতের পরিসংখ্যান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, টানা তিন মাস ধরে ভোক্তা মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) লক্ষ্যমাত্রা ২ থেকে ৬ শতাংশের মধ্যে রয়েছে।
দেশটির খাদ্য মূল্যসূচক (সিএফপিআই) মে মাসে ২ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসে ছিল ৩ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া ভারতের গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১৭ শতাংশে। এ হার শহরে ৪ দশমিক ২৭ শতাংশ।
এদিকে মে মাসে দেশটিতে সবজির মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ১ শতাংশ। এছাড়া খাদ্য ও পানীয় এবং জ্বালানির মূল্যস্ফীতির ছিল যথাক্রমে ৩ দশমিক ২৯ শতাংশ এবং ৪ দশমিক ৬৪ শতাংশ।
অন্যদিকে খাদ্যশস্যের মূল্যস্ফীতির হার ১৩ দশমিক ৬৭ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৫ শতাংশে।
দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, মূল্যস্ফীতির হার কমার ক্ষেত্রে খাদ্য ও জ্বালানির দাম প্রভাব ফেলেছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) এবং কেরোসিনের ব্যাপক দর পতনও মে মাসে জ্বালানি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে।
এইচডিএফসি ব্যাংকের প্রিন্সিপাল ইকোনমিস্ট সাক্ষি গুপ্তা বলেন, ‘মে মাসে মূল্যস্ফীতি আরও কমেছে। খাদ্য মূল্যস্ফীতির হার কমায় সামগ্রিকভাবে বিভিন্ন পণ্যের দাম হ্রাস পেয়েছে।’