অনুষ্ঠানস্থলে পৌঁছে বিপত্তিতে পড়েন ‘নগর মাস্তান’খ্যাত জায়েদ খান। উপচে পড়া মানুষের ভিড়ে ‘অন্তরজ্বালা’খ্যাত এই নায়ককে দেখতে অন্তর পুড়ে যায় ভক্তদের। জায়েদ খানের সাথে সেলফি তুলতে গিয়ে কয়েকজন নদীতেও পড়ে যান।
বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘যে অনুষ্ঠানে যাচ্ছি সেখানেই সবার মধ্যমণি হয়ে যাচ্ছি। অন্যান্য অনুষ্ঠানে নারীদের সংখ্যায় অনেক বেশি, তবে এই অনুষ্ঠানে গিয়ে দেখলাম নারীরা যেমন আমাকে নিয়ে চর্চা করেন, ঠিক তেমনি ছেলেরাও আমাকে নিয়ে পাগল। অনুষ্ঠানে যাওয়ার সাথে সাথে ছেলেরা হঠাৎ কোথা থেকে এসে আমাকে ঘিরে ধরল বুঝতেই পারলাম না। অনেকের ভিড়ে বেশ কয়েকজন ছেলে পানিতে পড়ে গেলেন।’
এদিকে জানা গেছে, গেল কয়েক দিন থেকেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ জার্সিসহ কয়েকটি অঙ্গরাজ্য থেকে ভক্তদের ফোন পাচ্ছেন তিনি। তাকে নিয়ে সেখানে অনুষ্ঠান করতে চাচ্ছেন অনেকে। তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে সম্মানিত করার জন্য।
এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘ভক্তদের কারণে আমি জায়েদ খান, তাই তাদের ডাকে যুক্তরাষ্ট্রে যাচ্ছি। এখন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেখানে হয়তো নাচ-গান বা অন্য কোনো পারফরম্যান্স থাকবে। সব মিলিয়ে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ নিয়ে আমি খুবই এক্সাইটেড।’