গত ২৪শে নভেম্বর রাজধানীর ফার্মগেইট এর একটি অডিটোরিয়াম এ অনট্রপ্রেনিওরস ক্লাব এর ওমেন্স ফোরাম পিঠা উৎসবের আয়োজন করেন।
অনট্রপ্রেনিওরস ক্লাবের সভাপতি ডঃ শাহ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব জি রাহুল, ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান, গভর্নিং কমিটির চেয়ার কামরুল হাসান, ফাউন্ডার মেম্বারদের মধ্যে শেখ আবুল হাসেম এবং অন্যান্য ইসি এবং সাধারণ সদস্যরা বর্তমান ওমেন্স ফোরামকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অফিস সেক্রেটারি সোলায়মান আহমেদ জিসান ও ওমেন্স ফোরাম এর কো-চেয়ার শাম্মি আক্তার।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব জি রাহুল, তিনি বলে আজকের নারীরা আগামীর দিনে পৃথিবীকে নেতৃত্ব দিবেন।এটি একটি বাস্তবতা যা অস্বীকার করার উপায় নেই। নারীরা শিক্ষা, কর্মক্ষেত্র, রাজনীতি, সমাজ, সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই তাদের উপস্থিতি জানান দিয়েছেন। তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আমরা চাই আমাদের ক্লাবের নারীরাও এই নারীত্বের সাথে এগিয়ে যাবে।
অনট্রাপ্রেনিওরস ক্লাবের সভাপতি বলেন আজকের নারীরা আগামীর ভবিষ্যৎ। তারা একটি সমতামূলক, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আর আমাদের ক্লাবের এই উদ্যমী নারী উদ্যোক্তাদের হাত ধরেই অনট্রাপ্রেনিওরস ক্লাব এক সময় বাংলাদেশের একটি উদ্যোক্তা আইকন প্লাটফর্ম হিসাবে গড়ে তুলবেন।
অন্ট্রপ্রেনিওরস ক্লাবের বতর্মান এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা উপস্থাপন করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন। উপস্থাপনায় তিনি অনট্রাপ্রেনিওরস ক্লাব কিভাবে নারীদের মাধ্যমে অন্য নারীদের মধ্যে ব্যবসায়িক ও নেতৃত্ব গুণাবলীর বিকাশ ঘটাতে পারেন এবং সেই ক্ষেত্রে অনট্রাপ্রেনিওরস ক্লাব কিভাবে সাহায্য করবে তার ধারণা তিনি উপস্থাপনার মাধ্যমে জানিয়ে দেন।
ক্লাবের মেম্বার সেক্রেটারি চয়ন সাহা অনট্রাপ্রেনিওরস ক্লাবের পক্ষ থেকে ওমেন্স ফোরাম এর উদ্বোধন উপলক্ষে আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য ক্লাবের সদস্য ফির উপর ৫০% ডিসকাউন্ট ঘোষণা দেন।
ওমেন্স এমপাওয়ারমেন্ট সেক্রেটারি এবং এবং ডিরেক্টর-ইন-চার্জ তাসলিমা আক্তার জলি তার সমাপ্তি বক্তব্যে উপস্থিত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করে বলেন “আমি আপনাদের সকলকে আহ্বান জানাই, নারী ক্ষমতায়নের জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে এবং সেই কাজ করার সুযোগ থাকতে হবে। অনট্রাপ্রেনিওরস ক্লাব তেমনি একটি সংগঠন যেখানে নারীদের প্রমোট করা হয়। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে নিজেদের ব্যবসার পাশাপাশি আমরা একটি সমতামূলক, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারব।
ক্লাবের সভাপতি ডঃ শাহ আলম চৌধুরী ফোরাম কমিটির সদস্য হিসবে কানিজ ফাতেমা প্রিয়া মানামাকে ফোরাম চেয়ার, শাম্মি আক্তার কে-ফোরাম কো-চেয়ার, তাহমিনা সোবহানকে ফোরাম ইভেন্ট ও মিটআপ ডিরেক্টর, উম্মে কুলসুম লুৎফুন নেসাকে ট্রেনিং ও রিসার্চ ডিরেক্টর এবং লামিয়া আবেদীন সালসাবিলকে ডিরেক্টর সোশ্যাল মিডিয়া ও ব্র্যান্ডিং হিসাবে ক্লাবের সম্মননা ক্রেস্ট এবং পিন হস্তান্তর করেন। পরবর্তীতে সাধারণ সম্পাদক বিপ্লব জি রাহুল এবং গভর্নিং কমিটির চেয়ার কামরুল হাসান তাসলিমা আক্তার জলি এবং ফাহমিদা আহমেদ কে “শাইনিং স্টার অফ দা ইভেন্ট” এর সম্মননা প্রদান করেন। ।
ওমেন্স ফোরাম চেয়ার কানিজ প্রিয়া এবং কো-চেয়ার শাম্মি আক্তার সবাইকে শুভেচ্ছা জানিয়ে তার টিমকে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান। পরিশেষে ক্লাবের সকল উদ্যোক্তা এবং অতিথিরা পিঠা খাওয়া, নেটওয়ার্কিং, আড্ডা ও গানে মুখরিত হয়ে ওঠে।