সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২২ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাগর ও স্থলপথ দিয়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ জন অভিবাসনপ্রত্যাশীর। যা ২০১৭ সালের পর ওই রুটে সর্বোচ্চ। প্রতিবেদনে বলা হয় অভিবাসনপ্রত্যাশীদের যে মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে এর বড় একটি অংশই নিখোঁজ।
এর আগে ২০১৭ সালে একই রুটে ইউরোপে প্রবেশের পথে প্রাণ হারান ৪ হাজার ২৫৫ জন অভিবাসন প্রত্যাশী। তারপর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে গত বছর।
আইওএমের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে এই রুটে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু বেড়েছে ১১ শতাংশ।
এদিকে স্থলপথে সর্বোচ্চ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ঘটেছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের রুটগুলোতে। আইওএম জানায়, ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে চলছে অভিযান।